
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যানুরাগী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৭৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য।
প্রতিষ্ঠানটি ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। দাতার নামকরণের সমর্থনে প্রতিষ্ঠানের নামে ৩.১২ একর জমি দান করায় তার নামানুসারে প্রতিষ্ঠানটি নামকরণ করা হয়েছে। কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৭৩ ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক, ০১/০১/১৯৭৪ ইং তারিখ হতে মাধ্যমিক হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে।